বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিষদ চত্বরে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহর পুরস্কার বিতরণ, তথ্য-আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন। তাকে কেউ আটকাতে পারবে না।

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের বড় সমস্যা ছিল নারীদের ক্ষমতায়নে আমরা এগিয়ে যেতে পারছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে আমরা তা করতে পেরেছি। এখন গ্রামপর্যায়ে আমাদের মা-বোনরা সুন্দর কিছু হাতের কাজ করছেন, সেগুলো অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে সরকার।
এতে নারীদের উপার্জন হচ্ছে। আর এভাবেই নারীর ক্ষমতায়ন হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তথ্য-আপা প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কোনো নারী পড়ালেখা জানুক বা না জানুক, কম্পিউটার চালাতে পারুক বা না পারুক সে তার চারপাশে কী হচ্ছে না হচ্ছে তা জানতে পারছে; কী করলে তার ভাগ্যের উন্নয়ন হবে সে বিষয়ে জানতে পারছে। এক সময় রাজশাহীতে মেয়েদের খেলাধুলা করানো যেত না। গত বছর আমাদের এই অঞ্চলের স্কুল ঢাকায় গিয়ে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় প্রতিযোগিতা করেছে। বিগত সময়ে এত পরিবর্তন হয়েছে এ অঞ্চলের নারীদের ভবিষ্যতে এই নারীদের কেউ থামাতে পারবে না, তারা নিজেরাই নিজেদেরকে গড়ে তুলবে।

বিশেষ উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যা-বুদ্ধি থাকলে আত্মমর্যাদাশীল দেশ গড়ে তোলা যায়। দেশকে আরও স্বনির্ভর করতে যুব উন্নয়ন প্রশিক্ষণ ও তথ্য-আপা প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষিত করা হচ্ছে। লোভ-লালসা আর স্বার্থপরতার এই সময়ে এগুলো মানুষকে সাহায্য করবে। আপনাদের মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

এসময় তিনি তার নির্বাচনী এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন তুলে ধরে বলেন, আমি বলবো পদ্মা সেতু এলাকার রাস্তা-ঘাটের চেয়ে আমার এলাকার রাস্তা-ঘাট ভালো।

অনুষ্ঠানে রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তথ্য-আপা প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তরা অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন।

পরে ৫০তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ, তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ দেওয়া হয়।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া উচ্চবিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর