বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি সেবা পেতে একটু সময় লাগবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনআইডি সেবা পেতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের আইন পাস হয়েছে। কবে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, একটু সময় লাগবে, মাত্র আইন হলো। আইন অনুযায়ী যেসব কর্মকাণ্ড, সেগুলো হতে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে, সেই পর্যন্ত পুরনো ব্যবস্থাই চালু থাকবে, পুরনো ব্যবস্থাতেই এনআইডি সংশোধন কিংবা নতুন করে এনআইডি দেওয়া সবই- যারা করছে তারাই করবে।

চলতি বছর এটি করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বলতে পারব না। মাত্রই তো আইন সংশোধন হলো। আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা হবে। প্রতি বছরই পূজামণ্ডপ বাড়ছে। এবার আরও বাড়বে বলে আমাদের কাছে খবর আসছে। আমরা আর না বাড়ানোর জন্য অনুরোধ করেছি। গত বছর মোট পূজামণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি। এবার এখন পর্যন্ত ৩২ হাজার ৪০৭টির ঘোষণা আমরা পেয়েছি। এবার ২৩৯টি বেড়ে গেছে। আমরা বলেছি, আর যাতে না বাড়ে। পূজামণ্ডপ বাড়লে সেখানে নিরাপত্তার প্রশ্ন থাকে।

পূজামণ্ডপগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি, তারা যেন প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী রাখে। আমাদের দুই লাখ আনসার সেখানে মোতায়েন করা হবে। জরুরি সেবা নম্বর ৯৯৯, কোনো পূজামণ্ডপ থেকে যদি সহযোগিতার জন্য কোনো কল আসে, তাহলে তারা যেন তাৎক্ষণিক সহযোগিতা দেয়। পূজামণ্ডপের জন্য তারা যাতে স্পেশাল কেয়ার নেয়, বিষয়টি তাদের বলে দেওয়া হয়েছে।

এবার পূজামণ্ডপে সিসি ক্যামেরার সঙ্গে আইপি ক্যামেরাও সংযুক্ত করতে বলা হয়েছে। ফেসবুক ও ইউটিউব থেকে যাতে কেউ গুজব না ছড়াতে পারে, সেজন্য বিশেষ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর