বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

আজীবন সম্মাননা পেলেন আলমগীর কবির

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৭:২৭

বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের পথপ্রদর্শক চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া করা হয়েছে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিংবদন্তি এই নির্মাতাকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে’ তাঁর স্বজনের হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট তানভীর মোকাম্মেল।

এছাড়া যাঁরা ‘স্বাধীনতা পুরস্কার’ এবং একুশে পদক’ পেয়েছেন তাঁদেরও সংবর্ধনা দিয়েছে শর্ট ফিল্ম ফোরাম। এই তালিকায় একুশে পদকপ্রাপ্ত হিসেবে রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ (২০১০), তারেক মাসুদ মরণোত্তর (২০১২), তানভীর মোকাম্মেল (২০১৭), সৈয়দ সালাউদ্দিন জাকী (২০২১) এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আলমগীর কবির মরণোত্তর (২০১০)। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল আলমগীর কবিরের স্মৃতিচারণ করে বলেন, আলমগীর কবির ছিলেন এদেশের চলচ্চিত্র শিল্পের জনক ছিলেন আদর্শ শিক্ষক। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠায় এবং এ আন্দোলনকে এগিয়ে নিতে তিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৬ সালের ২৪ আগস্ট। ইতোমধ্যে সংগঠনটির ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য যথাক্রমে মানজারে হাসীন মুরাদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম এবং তারেক মাসুদ (মরণোত্তর)কে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর