বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম

দেশের উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে গাজীপুর

মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ১৬:৪১

 
 
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সমস্যা নিরসনে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক্ষ জায়েদা নাসরিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদাক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাহাবুদ্দিন আহসান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরান হোসেন হান্নানসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
সভায় শিল্পকারখানার বর্জ্যে পরিবেশ দুষণ, মহাসড়কে অবৈধ তিন চাকার যান, ফ্লাইওভারগুলোর  নিচে অবৈধ দোকানপাট, যানজট, মাদকের বিস্তারসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন বক্তারা।
 
আর এসব সমস্যা নিরসনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টায় নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয় ও ডিজিটাল বাংলাদেশ রূপায়িত হয়েছে। এখন ঘরে বসে সেবা নিতে পারছেন মানুষ।
 
দেশের উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে পড়েছে গাজীপুর। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়বো। তবে মহাসড়কে অবৈধ যানবাহন ও ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট উচ্ছেদ, মাদক রোধে অভিযানসহ বিভিন্ন সমস্যা নিরসনের প্রদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। এরপর উপকারভোগীদের মাঝে চেক, গাছের চারা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গৃহিণীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর