বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ: মুখ খুললেন অভিনেতা শামীম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৩:৩৩

তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। সাধারণত শোবিজের কাজ নিয়েই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার বিতর্কের মুখে পড়েছেন। একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্তা করেছেন, এমনই অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামীম হাসান সরকার।

মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।

এ অভিনেতা বলেন, গতকাল (সোমবার) সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই।

শামীম হাসান সরকার বলেন, আমরা তো শুটিং করতে এসেছি। পরিচালকের কাজে যাই, টাকা পাই। এভাবেই জীবিকা নির্বাহ হয় আমাদের। এখানে তো আসলে টিকটক-রিলস করা...। প্রেশার আছে আমাদের। আমি দশ-পনেরোটা সিন করি, আমিও ক্যারেকটার আর্টিস্ট ছিলাম। ক্যারেকটার আর্টিস্ট চার-পাঁচটা করে। তখন দুইটা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার।

তিনি বলেন, সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে সট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’

এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে আসছো, নাকি টিকটক-রিলস করতে আসছো? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।

এ অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্তাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। এ অবস্থায় এদিন বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর