বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

সকাল ১০টায় দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১১:২৯

দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্য থেকে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঢাকায় পৌঁছাবেন তিনি।চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে ফেরার পথে কাতারে যাত্রাবিরতি শেষে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বর্তমানে দেশের পথে রয়েছে।

চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিএনপি প্রস্তুতি নিয়েছে বলেও জানা গেছে। তবে এসএসসি পরীক্ষা চলায় রাস্তায় অবস্থান না নিতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন খালেদা জিয়া। বিদায় মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর ছেলে তারেক রহমান, নাতনি জায়মা রহমান এবং লন্ডন বিএনপির শীর্ষ নেতারা। বিদায় জানানোর সময় মা-ছেলের আবেগঘন দৃশ্যও চোখে পড়ে। খালেদা জিয়া এ সময় বারবার তারেক রহমানের খোঁজখবর নিয়েছেন বলেও জানা গেছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তাঁর দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে হিথ্রো বিমানবন্দর ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। মধ্যরাতে কাতারে যাত্রাবিরতির পর আজ সকাল ১০টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এর আগে বিমানবন্দরে মাকে নিজে গাড়ি চালিয়ে পৌঁছে দেন তারেক রহমান।

এ সময় তার গাড়িবহরকে স্বাগত জানাতে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা। তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। বিমানবন্দর থেকে খালেদা জিয়া ফিরবেন গুলশানের ফিরোজা বাসায়।

বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুর্মিটোলা ও বনানী হয়ে গুলশানে ফিরবেন খালেদা জিয়া। তবে চলমান এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিতে অনুরোধ জানিয়েছেন।

টেলিফোনে তিনি বলেন,“পরীক্ষা চলছে এসএসসির । যেহেতু ম্যাডাম আসছেন, স্বাভাবিকভাবেই জনসমাগম হবে। কিন্তু আমরা অনুরোধ করছি রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। একই সঙ্গে পুলিশ কর্তৃপক্ষকে বলছি, তারা যেন রাস্তার পাশে কাউকে দাঁড়াতে না দেন।”

এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে এবং নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।„


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর