প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৫:০১
পৃথিবীতে প্রতিটি প্রাণীকে বেঁচে থাকতে হলে নিজেদের জন্মহারকে বৃদ্ধি করতে হয়। সেদিক থেকে বিশ্লেষণ করলে এবার অবাক করা তথ্য এলো গবেষকদের হাতে।
বিশ্বে বর্তমানে কমছে মানুষের জন্মহার। ১৯৬০ সাল থেকে ২০২৩ পর্যন্ত যে হিসাব সামনে এসেছে সেখান থেকে দেখা গেছে- মানুষের জন্মহার কমেছে ৫.৩ শতাংশ।
সিজুওকা বিশ্ববিদ্যালয়ের একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে- বিগত তিন দশক ধরে কমছে মানুষের জন্মহার। নারীদের সন্তান জন্ম দেওয়ার বিষয়ে তৈরি হয়েছে অনীহা। ফলে সেখান থেকে আগামীদিনে মানুষ পৃথিবীতে কীভাবে নিজেকে রক্ষা করবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
গবেষণা বলছে- পৃথিবীতে পুরুষ এবং নারীর জন্মহারের একটি অনুপাত রয়েছে। সেইমতো যদি সেটি চলতে না পারে তাহলে সেখান থেকে পৃথিবীতে কমবে মানুষের সংখ্যা। যদি সেটাই ক্রমাগত হতে থাকে তাহলে আমাদের বোঝার আগেই পৃথিবী থেকে কমবে মানুষের জন্মহার। প্রতিটি নারী যে সংখ্যায় সন্তান জন্ম দিতে পারেন সেখান থেকে যদি তিনি সরে আসেন তাহলে তার বিরাট প্রভাব পড়বে পৃথিবীতে মানুষের সংখ্যায়।
যদিও এই বিষয়টি বোঝা অতি সহজ নয়। যে হারে পৃথিবীতে প্রতিদিন মানুষের জন্ম এবং মৃত্যু হয়ে চলেছে সেখান থেকে এই হারকে অতি নগন্য বলে মনে হতেই পারে। তবে যদি দীর্ঘমেয়াদী হিসেবে দেখা যায় তাহলে সেখানে ধরা পড়বে যে সংখ্যায় মানুষ পৃথিবীতে থাকার কথা সেখান থেকে তারা হারিয়ে যাচ্ছে।
এই জন্মহার কমছে বিশ্বের বিভিন্ন দেশে। জাপানে এই হার সবথেকে কম। সেখানে রয়ছে ১.৩ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে রয়েছে ০.৮৭ শতাংশ। যদি আমেরিকার দিকে নজর দেওয়া যায় তাহলে সেখানে এটি রয়েছে ১.৬৬ শতাংশ।
এই সকল সংখ্যাই বলে দিচ্ছে পৃথিবীতে কীভাবে কমছে মানুষের জন্মহার। যদি এই হারে চলতে থাকে তাহলে একটা সময় পৃথিবীতে মানুষের আকাল দেখা দিতে পারে। ফলে সামনে চলে আসবে অস্তিত্ব সঙ্কট।
মন্তব্য করুন: