বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো চিন্ময় দাসকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১২:৪১

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত এস এম আলাউদ্দীন ভার্চ্যুয়াল আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি। কিন্তু ভার্চ্যুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়। আদালত শুনানি শেষে আসামিকে শনাক্ত করতে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় কোতোয়ালি থানার আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান। এর আগে গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময়কে আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

উল্লেখ্য, বর্তমানে চিন্ময় কৃষ্ণ কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আছেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ দিন চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে আদালতের বাইরে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে বিভিন্ন সময় গ্রেফতার করেছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর