বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

টানা ছুটিতে রাঙামাটিতে ছয় হাজার পর্যটকের সমাগম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৬:২২

রূপ বৈচিত্র্যের শহর পার্বত্য জেলা রাঙামাটিতে গত তিনদিনে পর্যটক সমাগম বেড়েছে। সরকারি বন্ধ এবং সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটক সমাগম তুলনামূলক বেড়েছে বলে জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা ছিল উল্লেখযোগ্য। যেমন- সুবলং ঝরনা, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়ক সব পর্যটন স্পটে পর্যটকের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো। আবহাওয়া ভালো থাকায় পর্যটকরা স্পটগুলোতে স্বাচ্ছন্দ্যে সময় কাটিয়েছেন বলে জানান তারা।

রাঙামাটির হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, গত তিনদিনে তাদের ৭০ ভাগ হোটেল-মোটেল বুকিং ছিলো। যা ঈদের পর সবচেয়ে বড় বুকিং বলে জানান তারা।

রাজশাহী থেকে বেড়াতে আসা পর্যটক সাহেদ জামিল বলেন, আমি ব্যক্তিগতভাবে ভ্রমণের জন্য তীর্থ ভূমি বলে থাকি সবুজ নগরী রাঙামাটিকে। এখানে যেমন সুবিশাল নীলাভ জলের সংমিশ্রণ কাপ্তাই হ্রদের রূপ দেখতে পায় তেমনি সুইচ্চ পাহাড় মায়াবী বেশে কাছে টানে। তাই ছুটি পেলে বছরে একবার এখানে আসি। তার জীবনসঙ্গী ফারজানা ময়না বলেন, প্রতিবার বাচ্চাদের নিয়ে আসি। তাদের পরীক্ষা থাকায় এইবার আনা হয়নি। স্বামীর প্রিয় জায়গাটাতে বারংবার আসায় আমারও বেশ ভাল লেগে গেছে।

রাঙামাটির ট্যুরিস্ট বোট ব্যবসায়ী রমজান আলী বলেন, গত তিনদিন আমরা ভালো ব্যবসা করেছি। পর্যটকনির্ভর আমাদের ব্যবসা। পর্যটক আসলে আমরা ভালো থাকি, আমাদের সংসারের চাকা ঘুরে, কর্মচারীদের বেতন হয়।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, তুলনামূলকভাবে রাঙামাটিতে ভালো পর্যটক এসেছে। সরকারি এবং সাপ্তাহিক ছুটি থাকায় গত তিনদিনে রাঙামাটিতে গড়ে প্রতিদিন দুই হাজার পর্যটক এসেছে। অর্থাৎ তিনদিনে প্রায় ছয় হাজার পর্যটকের সমাগম হয়েছে। ঈদের ছুটি পর এইবার এত বেশি পর্যটকের সমাগম হয়েছেন বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর