বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

পাকিস্তানের হয়ে ভারতকে হুঙ্কার শিখ নেতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫, ১২:১৯

গ্লোবাল শিখ ফেডারেশনের প্রধান গুরপতওয়ন্ত সিং পন্নুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেহেলগাম হামলার একটি প্রতারণা সাজানোর অভিযোগ করেছেন, আরএমও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

একটি একান্ত সাক্ষাৎকারে, গুরপতওয়ন্ত সিং পন্নুন ভারতীয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদে বাড়তি প্রভাব এবং কাশ্মীরে চলমান সংগ্রামের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

গুরপতওয়ন্ত সিং পন্নুন পাকিস্তানের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, "আমি পাকিস্তানে আমার সকল ভাই-বোনদের সালাম জানাই। পাকিস্তান একটি আশীর্বাদী দেশ, যা গুরু নানকের শবস্থল, যা সারা বিশ্বের শিখদের জন্য একটি পবিত্র স্থান।"

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবে প্রবেশ করার কোন চেষ্টার বিরুদ্ধে দৃঢ় বিরোধিতা করে বলেন, "আমরা মোদির হিন্দুত্ব এজেন্ডা অথবা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব দিয়ে যেতে দেবো না।"

ভারতের সন্ত্রাসবাদ রফতানির বিষয়টি তুলে ধরে গুরপতওয়ন্ত সিং পন্নুন মন্তব্য করেন, "ভারত সারা বিশ্বে সন্ত্রাসবাদ রফতানি করছে, এবং তারা আমেরিকায় আমার হত্যা চেষ্টা করেছে।"

তিনি মোদির প্রশাসনকে ইতিহাস থেকে কিছু শেখার জন্য সমালোচনা করেন এবং সতর্ক করে বলেন, "মোদি মনে রাখুন, শিখরা নিজেদের রক্ষা করার জন্য কিছু করতে প্রস্তুত।"

পন্নুন আরও উল্লেখ করেন যে শিখ সম্প্রদায়ের দৃঢ়তা, এবং বলেছিলেন, "যদি মোদি সেনাবাহিনী পাঠান, তাহলে ভারতীয় পাঞ্জাব এবং পাকিস্তানের শিখ সম্প্রদায় একত্র হয়ে তাদের ভূমি রক্ষা করতে লড়াই করবে।"

"কাশ্মীরি জনগণ তাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে, এবং তাদের বিশ্বব্যাপী ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ করা উচিত," তিনি যোগ করেন।

গুরপতওয়ন্ত সিং পন্নুন কাশ্মীরের ভারতীয় সরকারের কার্যক্রম নিন্দা করেন, বলেন, "ক্লিনটনের সফরের সময়, ভারতীয় সরকার শিখদের উপর একটি গণহত্যার আয়োজন করেছিল। পেহালগাম হামলা আজিত ডোভালের দ্বারা সাজানো হয়েছিল, ভারতীয় সংস্থাগুলোর মাধ্যমে একটি মিথ্যা পতাকা অপারেশন চালানো হয়েছিল।"

তিনি পাকিস্তানকে ভারত বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে আরো আগ্রাসী অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং ভারতীয় দূতাবাসগুলোর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ করার জন্য বলেন।

পেহালগাম হামলার ফল মোদির হিন্দুত্ব এজেন্ডা ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ করে গুরপতওয়ন্ত সিং পন্নুন বলেন, "মোদি হলেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, তিনি গুজরাট গণহত্যার জন্য দায়ী। তিনি সেই ব্যক্তি, যিনি সত্যিকার অর্থে সন্ত্রাসী।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর