বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

আদালতে কামরুল-দীপু মনি-পলকদের ওপর ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের আমলের সাবেক পাঁচ সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া জনতা স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারেরও দাবি করেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে, বেলা ১১টার দিকে গাছা থানার তিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার ও এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গাজীপুরের আদালতে আনা হয়। পরে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।

আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির ওপর ডিম নিক্ষেপ করেন। পরে তাদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গাছা থানার তিন হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিকে, আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর