বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

নির্মাতাকে অপহরণ করলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৬:৫২

মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতে অন্তর্জালে ভাইরাল হলো একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছিলো নির্মাতা শরাফ আহমেদ জীবনকে হাত-মুখ বেঁধে ঘন অন্ধকারে আটকে রেখে বাদাম খাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম! এর কারণ হিসেবে ভিডিওতেই জানা গেলো, সিনেমাটির প্রচারণার জন্য অনেকদিন ধরেই অভিনেতাকে বিরক্ত করছিলেন নির্মাতা।

অভিনেতাকে খুঁজতে তিনি শুটিং স্পট, বাসা থেকে শুরু করে সর্বত্র ছুটে বেড়িয়েছেন। যার ফলে অভিনেতা মোশাররফ করিম একরকম আতঙ্কগ্রস্ত ছিলেন। পালিয়ে বেড়াতেন নির্মাতার এই চক্কর থেকে বাঁচার জন্য। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

অভিনেতা নির্মাতার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষেপে গিয়ে অজ্ঞাতস্থানে তুলে নিলেন নির্মাতাকে। অপমান করলেন অনেকভাবে। যেমন মোশাররফ করিম বললেন, ‘তুমি তো এখন বড়লোকের ভাব ধরছো। গ্রিন টি খাও।’ আবার বলেছেন, ‘এখন তো আবার অভিনয়ও শুরু করছো। যদিও অভিনয় তোমার হয় না। কিছু করার নাই, দর্শক গ্রহণ করছে।’


এরপর মোশাররফ করিম জানালেন কেন তিনি এমনটা করলেন। কারণ গত কয়েকমাস তাকে সিনেমাটির প্রচারণার জন্য প্রচণ্ড বিরক্ত করেছেন নির্মাতা জীবন। সেক্ষেত্রে অভিনেতার ভাষ্য, ‘আমি শুটিং ডাবিং সব করে দিয়েছি। বাকিটা দেখবে ডিরেক্টর। তবুও কেন আমাকে এভাবে দিনের পর দিন বিরক্ত করা হলো। তারই শাস্তি হিসেবে তাকে তুলে এনে হাত-মুখ বাঁধা হলো।’

এ পর্যন্ত দেখার পর দর্শকরা ভেবেছিলেন দুটো দিক। একটি হচ্ছে এটি সম্ভবত ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘চক্কর’ সিনেমার টিজার বা ট্রেলার। ভিডিওর শেষাংশে জানা গেলো, এটি সিনেমা প্রচারণার অংশ হলেও তৈরি হয়েছে নির্মাতা-অভিনেতার বাস্তব অভিজ্ঞতা থেকে।

ভিডিওর শেষে নির্মাতার হাত-পা বাঁধা অবস্থাতেই অভিনেতা মোশাররফ করিম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অংশ নিলেন সিনেমাটির প্রচারণায়। জানালেন, তাদের ‘চক্কর’ মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদেই।

শেষে জিম্মি নির্মাতা জীবনকে লক্ষ্য করে মোশাররফ করিম বললেন, ‘ছবি রিলিজ হবে। প্রমোশন হবে। কিন্তু তোমার রিলিজ নাই!’

বলা দরকার, নাটক আর বিজ্ঞাপন নির্মাণের দীর্ঘ ভ্রমণ শেষে গেল ক’বছর অভিনেতা হিসেবেও তুমুল জনপ্রিয়তা কামাই করেছেন শরাফ আহমেদ জীবন। মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী থেকে নির্মাতা হিসেবে উত্থান। শেষে কাজল আরেফিন অমির নাটকে অভিনয় করে একেবারে ভোজবাজি দেখালেন অভিনেতা জীবন।

সব পালা শেষ করে এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। নাম ‘চক্কর ৩০২’। ২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল।

চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’, ‘আবার তোরা সাহেব হ’-সহ বহু দর্শক প্রিয় নাটকের এই পরিচালক জানান, সিনেমার গল্পটি যদি অনুদান না পেতেন, তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতেন।

শরাফ আহমেদ জীবনের ভাষ্য, ‘চক্কর’র গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার একটু বেশিই আগ্রহ।’

‘চক্কর’র প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর