বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৩৯

বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে ১৯৭২ সাল থেকে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তার প্রথম সফরে উপমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানান। বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে তিনি আরও ইতালীয় বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও অবহিত করেন যে বর্তমান সরকার, বিশেষ করে বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের উৎসে বৈচিত্র্য আনতে চায়। এ বিষয়ে তুলে ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা।

অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।

তারা অনিয়মিত অভিবাসন, মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে বৈধ অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন।

এ সময় উপমন্ত্রী বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা আবেদন নিষ্পত্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।

উপমন্ত্রী ত্রিপদী কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তারও প্রশংসা করেন। তিনি ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করেন। সীমান্তবর্তী এলাকায় নন-স্টেট অ্যাক্টরদের নিয়ন্ত্রণে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বাংলাদেশ যে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই প্রথম কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর।

মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) আবুল হাসান মৃধা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর