বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

সেনাপ্রধানের সঙ্গে রাওয়া'র নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কর্মকর্তারা।

শনিবার (১৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, মহাখালী ডিওএইচএস'র রাওয়া কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করা হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানে বলেন, সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

তিনি তার বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের উন্নত স্বাস্থ্যসেবার নেওয়া পদক্ষেপসমূহ যেমন - বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, দাঁতের উন্নত চিকিৎসা সহ ৬১ টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ঔষধ সরবরাহের কথা উল্লেখ করেন।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বর্ধিত করার কথা উল্লেখ করেন। তিনি বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তিসহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়া এর জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা। রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড ও মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার দ্রুত করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, মৃত মেজর জাহিদের পরিবারের সদস্যদের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি লগ এরিয়া ও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর