বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

টাঙ্গাইলে সংসদ সদস্য তানভীরের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৭:১৬

টাঙ্গাইল শহরে আজ রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বাসভবন, পেট্রলপাম্প ও হাইওয়ে রেস্তোরাঁয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সকালে টাঙ্গাইল শহরে মিছিল বের করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে বাধা দেয় ছাত্রলীগ। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই এলাকায় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম তাঁর কিছু কর্মী নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে বিক্ষোভকারীরা সেখানে হামলা করেন। তাঁরা জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেখানে একটি মোটরসাইকেলেও আগুন হয়। সেখানে অন্তত পাঁচজন আহত হন।

এদিকে ময়মনসিংহ সড়কের সাবালিয়া এলাকায় আন্দোলনকারীদের মিছিলে গুলি করা হয়। এতে রাসিনুল খান নামের এক শিক্ষার্থীর পায়ে গুলি লাগে।

এ ছাড়া শহরের কালীবাড়ি সড়কের মোড়ে আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসানের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন। বাসার নিচে সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তাঁরা শিবনাথপাড়া এলাকায় পৌরসভার মেয়র এস এম সিরাজুল হকের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে বিক্ষোভকারীরা টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের দরুন এলাকায় সংসদ সদস্য তানভীর হাসানের মালিকানাধীন পেট্রলপাম্প ও হাইওয়ে রেস্তোরাঁয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

সংঘর্ষের পর জেলা শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে তিনটায় প্রেসক্লাব, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।

কালিহাতীতে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার আহত হয়েছেন। ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর