বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বিষাক্ত মদ পানে ভারতে ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১৩:৪০

তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

কাল্লাকুড়ির জেলা কালেক্টর এমএস প্রশান্ত জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যান।

এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যেসব কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘কাল্লাকুড়িতে ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও ব্যথিত হয়েছি। এ অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরোধ করতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিষয়ে কেউ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে ধ্বংস করে এমন অপরাধগুলোকে লোহার মুষ্টি দিয়ে দমন করা হবে।’

গত ১৮ জুন একাধিক মানুষ এই মদ কিনে পান করেছিলেন, যাদের অধিকাংশই শ্রমিক শ্রেণির। ওইদিন রাতে একাধিক মানুষের বমি, ডায়রিয়া, পায়খানা, পেটে ব্যথা, চোখ জ্বালা করাসহ নানা উপসর্গ দেখা দেয়।

এরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার (১৯ জুন) রাতে থেকে বৃহস্পতিবার (২০ জুন) সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। কাল্লাকুরুচি, সালেম, ভিল্লুপুরম, পদুচেরির সরকারি হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা চলে। যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

তামিলনাড়ুর গভর্নর আরএন রবি মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি বলেন, ‘ভেজাল মদ খাওয়ার কারণে কল্লাকুড়িতে অনেক প্রাণ হারিয়েছে জেনে আমি খুবই মর্মাহত হয়েছি। আরো অনেকে গুরুতর অবস্থায় আছেন। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রাজ্যপাল রাজ্যের বিভিন্ন অংশ থেকে নকল মদ খাওয়ার কারণে মৃত্যুর ক্রমাগত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, ‘সময় সময় আমাদের রাজ্যের বিভিন্ন অংশ থেকে ভেজাল মদ খাওয়ার কারণে মৃত্যুর খবর পাওয়া যায়। এতে অবৈধ অ্যালকোহল উত্পাদন এবং সেবন রোধে ত্রুটিগুলো প্রকাশ পাচ্ছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর