বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

নেত্রকোণায় নৌকা ডুবি

বোনকে নিয়ে বাড়ি ফেরা হলোনা স্বপনের

মেহেদী হাসান আকন্দ, নেত্রকোণা:

প্রকাশিত:
৬ জুলাই ২০২৩, ১৯:৪৭

নেত্রকোণার পুর্বধলা উপজেলার জামধলা বাজার সংলগ্ন কৈলাটি ফেরিঘাটে নৌকা ডুবিতে নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছে। ঘটনার পর হতে নিখোঁজদের লাশের অপেক্ষায় কংস তীরে অবস্থান করছেন স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী ও নৌকায় থাকা অপর যাত্রী পুর্বধলা উপজেলার কুড়িকুনিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র সিদ্দিকুর রহমান রিটন জানান, গত বুধবার বিকাল সাড়ে ৫ টায় জামধলা বাজার সংলগ্ন কৈলাটি ফেরিঘাটে অবস্থানরত নৌকায় প্রায় ১৫-১৬ জন যাত্রীদের সাথে তিনিও বৈঠা দিয়ে নৌকা চালিয়ে জামধলা সীমানা থেকে কৈলাটি সীমানায় যাচ্ছিলেন। নদীর প্রায় মাঝামাঝি যাওয়ার পর পরই ¯্রােতের পাকে নৌকাটি তলিয়ে যায়। এ সময় ঘাটে অবস্থানরত দুইটি ট্রলার নিয়ে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় দুর্গাপুর উপজেলার ডেউটোকন গ্রামের রেনু মিয়ার পুত্র মাহবুব (১২) একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র স্বপন মিয়া (২৬) ও আগমারাকেন্ডা গ্রামের সাহের আলীর পুত্র সোহেল (২৪) পানিতে তলিয়ে যায়। নৌকা ডুবিতে তার সাথে থাকা বাইসাইকেল পানিতে তলিয়ে যায় বলে তিনি জানান।
ভোর রাতে নদীতে মাছ ধরার জালে মাহবুব এর মরদেহ উদ্ধার হয়। ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের তিনটি ইউনিট নিখোঁজ স্বপন ও সোহেলের লাশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
কৈলাটি ঘাট পাড়ের চা বিক্রেতা নিজাম জানান, ঝানজাইল বাজারের দিন হওয়ায় ফিরতি দুইটি ট্রলার ঘাটেই ছিল। ফলে দ্রুত নৌকা ডুবির ঘটনায় উদ্ধার কার্যক্রম সম্ভব হয়েছে। অন্যথায় নিখোঁজ বা হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেত।
নেত্রকোণা ফায়ার ষ্টেশনের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সকাল ৮ থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের ৩টি ইউনিটের সদস্যরা নিখোঁজদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় কাগৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবিরুল আহম্মেদ বলেন, নৌকা ডুবির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং উদ্ধার তৎপরতা পরিদর্শন করি। ঘাটটি পারপারে স্থায়ীভাবে নিরাপদ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা প্রশাসকের সাথে আলাপ করবেন বলে জানান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর