বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

আমি সব সময় বাংলাদেশকে নিয়ে ভাবি: ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৮:১৫

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বলেছেন, তিনি সব সময় বাংলাদেশের কথা স্মরণ করেন এবং চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের নয়াদিল্লিতে তাঁর আবাসস্থলে গতকাল রোববার (৯ জুন) সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে। এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সব সময় বাংলাদেশকে নিয়ে ভাবি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশের বর্তমান পররাষ্ট্রসচিব বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ছিলেন।

দাশো শেরিং তোবগে আরও বলেন, তাঁর পররাষ্ট্রসচিব সব সময় কীভাবে তাঁরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ফলপ্রসূ করতে পারেন এবং কীভাবে আরও অর্থবহ উপায়ে ভুটানের জন্য বাংলাদেশের সহায়তা ব্যবহার করতে পারেন, তা নিয়ে চিন্তা করেন।

ভুটানের রাজা ও তাঁর পরিবারের সদস্যদের সাম্প্রতিক সফরে তাঁর প্রতি ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার বাংলাদেশের আকাঙ্ক্ষায় তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরিতে বাংলাদেশের ইচ্ছায় আমরা উদ্বুদ্ধ হয়েছি।’

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া; সিনিয়র পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যরা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

ভুটানের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী চন্দ্র বাহাদুর গুরুং, স্বরাষ্ট্রমন্ত্রী শেরিং, ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি নামগিয়েল, মন্ত্রিপরিষদ সচিব কেসাংডেকি এবং পররাষ্ট্রসচিব পেমা চোডেন ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর