বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

মোদীর শপথ সন্ধ্যায়, মন্ত্রিসভার মূল পদগুলো ধরে রেখেছে বিজেপি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৫:৫৯

নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে টানা ১১ ঘণ্টা ধরে বৈঠকের পর নতুন মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী, তার নতুন মন্ত্রিসভা কেমন হবে তা ঠিক করতে এনডিএ জোটের নেতারা দীর্ঘ সময় ধরে মাথা ঘামিয়েছেন।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, শনিবার (৮ জুন) নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে টানা ১১ ঘণ্টা ধরে বৈঠকের পর নতুন মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। বৈঠকে অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং দলটির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদগুলো বিজেপির হাতেই থাকছে।

রোববার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভারতের রাষ্ট্রপতি ভবনে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে তিনি নিজের বাসভবনে ভাবী মন্ত্রীদের সম্মানে একটি চা চক্রের আয়োজন করবেন। এই চা চক্রে যারা যোগ দেবেন সন্ধ্যায় তারাই মোদীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও জনপথমন্ত্রী নীতিন গড়করি তাদের পদ ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে। এদের পাশাপাশি রাজ্যসভার এমপি নির্মলা সীতারমণ ও ড. এস জয়শঙ্কর তাদের পদে থেকে যাবেন, এমন ধারণা পাওয়া গেছে।

এনডিএ জোটের মিত্রদের মধ্যে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) থেকে চারজন এবং নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল (জেডিইউ) থেকে দুজনকে দেখা যেতে পারে মোদীর নতুন মন্ত্রিসভায়।

অন্য শরিকদের মধ্যে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) চিরাগ পাসওয়ান, জনতা দলের (সেক্যুলার) এইচডি কুমরাস্বামী, আপনা দলের (সোনেলাল) অনুপ্রিয়া প্যাটেল, রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) জয়ন্ত চৌধুরি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি মন্ত্রী পদ পেতে পারেন।

এর পাশাপাশি একথান শিন্ডের শিব সেনা দলের এমপি প্রতাপরাও যাদব, বিজেপির দীর্ঘদিনের মিত্র রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার (এ) প্রধান ও রাজ্যসভার এমপি রামদাস আটওয়ালেও মন্ত্রী হতে চলেছেন।

এছাড়া ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিম দিল্লির এমপি কমলজিৎ সেহরাওয়াত, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এবং মধ্যপ্রদেশের নেতা শিবরাজ সিং চৌহান ও জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া মন্ত্রী পদ পেতে পারেন।

ভারতের উত্তরপূর্বাঞ্চল থেকে বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল ও কিরেন রিজিজু ফের মন্ত্রীপদে ফিরতে পারেন।

বিজেপির মাধ্যমগুলো এনডিটিভিকে জানিয়েছেন মন্ত্রিসভার চারটি গুরুত্বপূর্ণ পদ তারা হাতছাড়া করবেন না; এগুলো হল, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আর মোদীর গত দুই জমানায় ভারতের সড়ক যোগাযোগের ব্যাপক বিস্তৃতি ঘটায় এই মন্ত্রণালয়টি গড়করির অধীনেই থেকে যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর