বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

টমাস শেলবি হয়েই ফিরছেন কিলিয়ান, বড় পর্দায় ‘পিকি ব্লাইন্ডার্স’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৭:০৬

টেলিভিশন সিরিজের জগতে অন্যতম নাম ‘পিকি ব্লাইন্ডার্স।’ ৬টি সফল সিজনের মাধ্যমে শেষ হওয়া সিরিজটি বিশ্বব্যাপী দর্শকদের সর্বাধিক প্রিয় সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে চলেছে পিকি ব্লাইন্ডার্স। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সিরিজটিকে সিনেমার পর্দায় তুলে আনার ব্যাপারে।

অবশেষে পর্দায় আসতে প্রস্তুত পিকি ব্লাইন্ডার্স। আর সিরিজের মতো সিনেমাটিতেও বিখ্যাত টমাস শেলবির চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি।

অস্কার বিজয়ী কিলিয়ান মারফি ‘পিকি ব্লাইন্ডার্স’ চলচ্চিত্রে বার্মিংহাম গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায় পুনরায় অভিনয় করবেন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই ফিল্মটি বিবিসি’র সহযোগিতায় তৈরি করা হচ্ছে। এটি পরিচালনা করবেন টম হার্পার এবং চিত্রনাট্য লিখেছেন এর স্রষ্টা স্টিভেন নাইট।

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে কিলিয়ান একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘মনে হচ্ছে টমি শেলবি হিসেবে আমার কাজ শেষ হয়নি। পিকি ব্লাইন্ডার্সের ফিল্ম সংস্করণে স্টিভেন নাইট এবং টম হার্পারের সাথে পুনরায় কাজ করা খুবই আনন্দদায়ক হবে।

এই কাজটি আমার ভক্তদের জন্য।’

সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণার পর থেকেই ভক্তরা দাবি করে আসছিলেন যে কিলিয়ান মারফিকে ছাড়া চলচ্চিত্রটি সম্পূর্ণ হবে না। শো’টির নির্মাতারাও এ বিষয়ে একমত ছিলেন। অবশেষে কিলিয়ানকেই টমাস শেলবির চরিত্রে দেখা যাবে। অভিনেতা তার অপরাজেয় ক্যারিশমা এবং নিজস্ব শৈলীকে বার্মিংহামের রাস্তায় ফিরিয়ে আনতে প্রস্তুত।

২০১৩ সালে বিবিসি টু-তে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করে পিকি ব্লাইন্ডার্স। এরপর নেটফ্লিক্সে আসার পর তুমুল জনপ্রিয়তা পায় সিরিজটি। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহামে পিকি ব্লাইন্ডার্স নামক অপরাধমূলক দলের কাহিনীর পটভূমিতে নির্মিত সিরিজটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর