বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

হার্দিক বিশ্বকাপ খেলতে যেতেই রহস্যময় পোস্ট নাতাশার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১৬:০৮

হঠাৎ করেই নাতাশার সব অদ্ভুত পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে। একবার লেখেন— ‘কেউ রাস্তায় নামতে চলেছে। আবার কখনো লেখেন— ঈশ্বরের প্রশংসা করুন! আর এবার সামাজিকমাধ্যমে ভাগ করলেন একটি মিরর সেলফি। আর সেখানে ক্যাপশনে তিনি একগুচ্ছ ইমোজি দিয়েছেন— একটি পাখি, একটি সাদা রঙের হৃদয়, একটি ক্রস চিহ্ন এবং একটি স্টার।

গত বুধবারই (২৯ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকার উদ্দেশে পাড়ি জমালেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ারা। কিন্তু এদিকে ভারতীয় দলের সহ-অধিনায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। 

হার্দিক পান্ডিয়া আর নাতাশা স্ট্যানকোভিচকে নিয়ে চলছে বিশদ চর্চা। থামার কোনো নামই নেই। এবার চটেছেন সার্বিয়ান মডেল অভিনেত্রীর ওপর পান্ডিয়াভক্তরা।

হার্দিকের ভক্তরা নাতাশাকে ছেঁকে ধরলেন । রীতিমতো ট্রোল করা হলো নাতাশাকে। কেউ কেউ আবার তাকে তুলনা করলেন হাসিন জাহানের সঙ্গে। বিশ্বকাপ চলার সময় এভাবেই শামির বউ হাসিনকে তুলোধোনা করেছিলেন নেটিজেনরা।

নাতাশার পোস্টে এক নেটিজন মন্তব্য করেন— ‘বিয়ে হচ্ছে এদের কাছে ইনভেস্টমেন্ট। একবার বিয়ে হলেই খোরপোশ আসবে।’ দ্বিতীয়জন মন্তব্য করেন— ‘আপনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে খুব খারাপ কাজ করছেন’। তৃতীয়জন লেখেন— ‘নিজেকে আবার হাসিন জাহানের পর্যায়ে নামিয়ে আনবেন না যেন’। চতুর্থজন লিখলেন— গোল্ড ডিগার। পঞ্চমজন লিখলেন, ‘হাসিন জাহান লাইট’।

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয়, নিজস্ব সম্পত্তির ৭০ শতাংশ খোরপোশ হিসেবেও দিতে হয়েছে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশাকে।

উল্লেখ্য, নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়া ২০২০ সালের ৩১ মে আইনি মতে গাঁটছড়া বাঁধেন। একই বছরের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান, পুত্র অগস্ত্যের জন্ম হয়। এটা শুরু হয় রেডিটের একটি পোস্ট কেন্দ্র করে। যেখানে লেখা ছিল— ‘হতে পরে এটি কেবল একটি জল্পনা। কিন্তু দুজনেই একে অপরকে নিয়ে স্টোরি পোস্ট করছেন না (ইনস্টাগ্রামে)। এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া থাকলেও, এখন তার নাম পুরোপুরি মুছে দিয়েছেন তিনি। ৪ মার্চ তার জন্মদিন ছিল, সেদিন হার্দিকের কোনো পোস্টও ছিল না। অগস্ত্যকে ছাড়া তারা একে-অপরের সঙ্গে যে ছবি তুলেছিলেন, তা মুছে ফেলেছেন।

তা ছাড়া এবারের আইপিএলে তাকে স্ট্যান্ডে দেখা যায়নি বা দল নিয়ে পোস্ট করতে দেখা যায়নি। যদিও ক্রুণাল (হার্দিকের ভাই) এবং পাঙ্খুরি এখনো তার পোস্টে মন্তব্য করেন, তবে হার্দিক-নাতাশার মধ্যে অবশ্যই কিছু হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর