বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ভারত–পাকিস্তানের দাপট

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১১:২৩

আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন বাবর। তাতে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি। সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে কোহলির চেয়ে এক ইনিংস কম খেলে তাঁর এই কীর্তি ছুঁয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।

টি-টোয়েন্টিতে বাবর গতকাল ৩৯তম ফিফটি পেয়েছেন। বাবর ইনিংস খেলেছেন ১১০টি। ৩৮ ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন ১০৯টি। বাবরের টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবর সবচেয়ে বেশি ৮টি ফিফটি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও খেলেছেন সবচেয়ে বেশি—২৬টি। এরপর সর্বোচ্চ ৫টি করে ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪টি ফিফটি আছে ইংল্যান্ডের বিপক্ষে।

সর্বোচ্চ ফিফটির তালিকায় বাবর-কোহলির পরের দুটি নাম রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের। অর্থাৎ সর্বোচ্চ ফিফটির তালিকায় থাকা প্রথম চারজনই ভারত-পাকিস্তানের।

তিন নম্বরে থাকা রোহিতের ১৪৩ ইনিংসে ফিফটি ৩৪টি। আর ৮৩ ইনিংসে রিজওয়ান ফিফটি করেছেন ২৯টি। তবে বাকি তিনজনের চেয়ে রিজওয়ানের গল্পটা একটু আলাদা। কারণ, টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা রিজওয়ানের খুব একটা ভালো ছিল না।

ক্যারিয়ারের প্রথম ১৭ ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৩৩। তবে ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। অভিষেক ২০১৫ সালে হলেও মূলত রিজওয়ানের আসল শুরুটা হয় সেই ২০২০ সালে ডিসেম্বর থেকে।

আয়ারল্যান্ড সিরিজের আগে হওয়া নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলার পথে দ্রুততম ৩০০০ রান করার রেকর্ডও গড়েন রিজওয়ান। মাত্র ৭৯ ইনিংসে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রিজওয়ান। এর আগে যৌথভাবে ৮১ ইনিংসে ৩০০০ রান করেছিলেন বাবর ও কোহলি।

এই চার ক্রিকেটারের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি রোহিতের—৫টি। সবচেয়ে বেশি শূন্যও রোহিতের—১২টি। বাবরের টি-টোয়েন্টি সেঞ্চুরি ৩টি, রিজওয়ান ও কোহলির একটি করে। ছক্কা মারার দিক থেকে রোহিতের ধারেকাছে কেউ নেই। এই ওপেনারের টি-টোয়েন্টিতে ছক্কা ১৯০টি। দ্বিতীয় সর্বোচ্চ ১১৭টি কোহলির। রিজওয়ানের ছক্কা ৮৯টি, বাবর মেরেছেন ৬৮টি।

গড়ের দিক থেকে এগিয়ে কোহলি আর রিজওয়ান। দুজনের গড়ই ৫০–এর বেশি। অন্যদিকে বাবরের ব্যাটিং গড় ৪১, রোহিতের ৩১। স্ট্রাইক রেটের দিক থেকে আবার এগিয়ে রোহিত—১৩৯। কোহলিও পিছিয়ে নেই, ১৩৮। অন্যদিকে বাবরের স্ট্রাইক রেট প্রায় ১৩০, রিজওয়ানের ১২৮।

ভারত-পাকিস্তানের এই ৪ ক্রিকেটারের পর সর্বোচ্চ ফিফটির তালিকায় ৫ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১০৩ ইনিংসে তাঁর ফিফটি ২৭টি। স্ট্রাইক রেট বিবেচনায় তিনি বাকি চারজনের চেয়ে এগিয়ে—১৪২.৬৭।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর