বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বহু বছর ধরে গানের চর্চা করি কিন্তু প্রকাশের সুযোগ হয়ে উঠছিল না: ফারিণ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৭:৪৫

‘শ্রোতারা গানটি পছন্দ করবেনভেবেই গানটি করেছি। এখন খেলার মাঠথেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন– সব জায়গায় গানটি ছড়িয়ে গেছে। এমনভাবে এটি ছড়িয়ে যাবে, তা আমার প্রত্যাশার বাইরে ছিল। যার সঙ্গে কথা হচ্ছে সবাই শুধু গানটি নিয়েই প্রথমে কথা বলছেন। প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়েছি। আমি অভিভূত।’

নিজের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’গান নিয়ে এভাবেই বলেছেন নন্দিত অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিণ। মডেলিং, নাটক, ওটিটি, সিনেমা– সবখানেই অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন ফারিণ। এরইমধ্যে‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য কলকাতা থেকে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। এবার এলেন গানের ভুবনে।
গেল রোজার ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দ্বৈতকণ্ঠে তাহসান খানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গান দিয়ে শ্রোতাদের মাতিয়েছেন তিনি।ইউটিউবে শত শত অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় আপলোড করা হয়েছে গানটি। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব জায়গায়ই রয়েছে গানটির রাজত্ব!গান দিয়ে তৈরি হচ্ছেনানা ঢঙেররিল। গীতিকার কবির বকুলের কথা,শিল্পী,সুরকার ও সংগীতপরিচালক ইমরান মাহমুদুলের সুর, দর্শকনন্দিত ‘ইত্যাদিতে’তেগাওয়াও তাহসান খানের মতো নন্দিত কণ্ঠশিল্পীর সঙ্গে গাইতে পেরে বেশ উচ্ছ্বসিত ফারিণ।

ফারিণ বলেন, ‘প্রথমেই গানটি শুনেই খুব ভালো লেগেছে। এতে ছিল উৎসবের আমেজ। এ ধরনের গান খুব কমই শুনেছি। সবমিলিয়ে ভেবেছি এটি রিফ্রেশিং গান হবে।হয়েছেও তাই। এটিপ্রচার হওয়ার পরগ্লোবাল টপচার্টে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল, যা আমার জন্য খুবই আনন্দদায়ক। গান নিয়ে আমার অনেক দিনের জার্নি আছে, এটা সবাই কমবেশি জানেন। টানা বহু বছর গানের চর্চা করেছি, তালিমও নেওয়া হয়েছে। কিন্তু কখনোই সেভাবে কোনো প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ হয়ে উঠছিল না। আমি ভাগ্যবান যে আমার জার্নির শুরু ভালোভাবেই হয়েছে।’

গানটির রেকর্ডিং প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘গানটির পুরো তত্ত্বাবধান করেছেন সংকেত দা। তাহসান ভাই ও আমার রেকর্ডিং আলাদা হয়েছে। যেহেতু আমি পেশাদার শিল্পী নই,সে কারণে রেকর্ডিংয়ে একটু নার্ভাস ছিলাম। রেকর্ডিংয়ে কিছু ইনপুট দিতে মন চাইছিল। আমি ছোট ছোট জায়গায় কিছু ইনপুট দিলে ইমরান ভাই মাইন্ড করবে কিনা– এসব ভেবে অস্থির ছিলাম। ‘আজ মন খুশি মন ঊর্বশী মন ঊর্মিলা’ লাইনটি দীর্ঘলয়ে গাওয়ার জন্য ইমরান ভাইকে বলি। তিনি সেটা সাদরেই গ্রহণ করেন। যখন ফাইনালি গানটি শুনলাম, তখন ভালোই লেগেছে। অনেকেই বলছেন, মিউজিক ভিডিও ছাড়াগান হিট হয় না। মিউজিক ভিডিও ছাড়াও যে গান হিট হয়, ‘রঙে রঙে রঙিন’ গানটি এর একটি উদাহরণ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর