বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

মাদারীপুর সদর উপজেলা

প্রথম দেড় ঘণ্টায় এক কেন্দ্রের একটি কক্ষে মাত্র এক ভোট

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১১:৩০

কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৯৯০ জন। ভোট গ্রহণ শুরুর প্রথম দেড় ঘণ্টায় কেন্দ্রটির ৬ নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র একটি। এই চিত্র মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নারী ভোটকেন্দ্রের।

আজ বুধবার সকাল আটটা থেকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারে কম।

ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, সকালে বৃষ্টি হওয়ায় ভোটাররা বের হননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তাঁরা আশাবাদী।

আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ দুটি ভোটকেন্দ্র। নারী ভোটকেন্দ্রটিতে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৭১টি। যা মোট ভোটের ২ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে ১ ও ৭ নম্বর ভোটকক্ষে আটটি এবং ৬ নম্বর ভোটকক্ষে একটি ভোট পড়েছে।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দীপঙ্কর কর্মকার বলেন, ভোর থেকে বৃষ্টি হয়েছে। ভোট শুরুর সময়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তাই লোকজন কম এসেছেন। বেলা বাড়লে ভোটার আসবেন।

আচমত আলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুরুষ ভোটকেন্দ্রে ভোটার ২ হাজার ৭৮০ জন। এই কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১০৬টি, যা মোট ভোটের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে ৭ নম্বর ভোটকক্ষে চারটি ও ৪ নম্বর ভোটকক্ষে ছয়টি ভোট পড়েছে।

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চাচা-ভাতিজা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান খান (মোটরসাইকেল)। তিনি শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আজ ভোর থেকে মাদারীপুরে বৃষ্টি শুরু হয়। সকালে ভোট গ্রহণ শুরুর সময়ও বৃষ্টি হচ্ছিল। তবে সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টি থামে।

সদর উপজেলার চারটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি একেবারেই কম। রাস্তাঘাটও বেশ ফাঁকা।

কুলপদ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের সামনে বৃষ্টির পানি জমে আছে। ভোটার উপস্থিতি তেমন নেই।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি কেমন হবে, বোঝা যাচ্ছে না। বৃষ্টির কারণে কম হতে পারে।

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে উভয় চেয়ারম্যান প্রার্থী পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি দেখানো ও ভোট কিনতে টাকা বিলানোর অভিযোগ করেছেন।

চেয়ারম্যান প্রার্থী ছেলের পক্ষে কৌশলে ও গোপনে প্রচারণার কাজ করেছেন বলে অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের বিরুদ্ধে।

আজ সকাল সাড়ে আটটায় আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান। তিনি আরেক প্রার্থী পাভেলুর রহমানের বিরুদ্ধে কালো টাকা বিতরণ ও নির্বাচন প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার জন। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১। আর পাঁচজন আছেন অন্যান্য ভোটার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলার ১১৭টি ভোটকেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর