বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বুকভরা অভিমান ছিল সাদি মহম্মদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৫:৩৮

বুধবার রাতে হঠাৎ বরেণ্য সংগীতশিল্পী সাদি মহম্মদের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সংগীতাঙ্গন। বিনয়ী, স্বল্পভাষী এই গুণী সংগীতশিল্পী যেমন গাইতেন ভালো, তেমনি গানের শিক্ষক হিসেবেও যথেষ্ট সুনাম ছিল তাঁর। দেশের অনেক তরুণ, প্রতিষ্ঠিত শিল্পীর গুরু ছিলেন তিনি। বছরের পর বছর গানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেছেন। তাঁর রয়েছে অসংখ্য অনুরাগী। সব ফেলে বুধবার রাতে চলে গেলেন অনন্তের পথে। পরিবারের সদস্য, পুলিশ এবং হাসপাতাল সূত্রে অনেকটা স্পষ্ট, আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এই শিল্পী। বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


আজ বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে জানাজা শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না।
বুধবার রাতে জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর শুনে অনেকে ছুটে যান তাঁর মোহাম্মদপুরের বাসায়। রাতে বাসা থেকে লাশ উদ্ধার করে নেওয়া হয় কাছাকাছি সোহরাওয়ার্দী হাসপাতালে। সাদি মহম্মদের মৃত্যুর খবর পেয়ে হাপাতালে যান নাসির উদ্দীন ইউসুফসহ সাংস্কৃতিক অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা।

রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায় কেঁদে কেঁদে বলেন, ‘প্রায় ১৫ দিন আগে স্যারের সঙ্গে দেখা হয়েছিল। কেরানীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের “গানের ঝরনাতলা” রেকর্ডিং অনুষ্ঠানে। তিনি একটি গানের রেকর্ডিং করছিলেন। সারা দিন আমি স্যারের সঙ্গে ছিলাম। সারাটি দিন রেকর্ডিংয়ে তিনি অভিমানের কথাই বলেছিলেন।


ওই দিন অনেকক্ষণ গল্প করেছিলেন স্যার। শুধু অতীতের কথা বলছিলেন। তাঁর বাবার মৃত্যুর গল্প। মায়ের কথা। বুকভরা অভিমান ছিলই সব সময়। সেদিন সারাক্ষণ অভিমানের কথাই বলেছিলেন। এত গুণী একজন শিল্পী জাতীয় কোনো পুরস্কার পাননি। জাতীয়ভাবে কোনো সম্মানিত করা হয়নি তাঁকে। বলেছিলেন, তাঁকে যেন কখনো মরণোত্তর পদক না দেওয়া হয়। এ রকম ক্ষোভের কথাই সব সময় উঠে আসত তাঁর কাছ থেকে। ১৫ দিনের ব্যবধানে এমন দৃশ্য দেখতে হবে ভাবতেও পারিনি। তিনি চলে গেলেন বুকভরা অভিমান নিয়ে।’


হাসপাতালে ছুটে গিয়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সাদি ভাইয়ের মৃত্যুর খবরে আমি এককথায় বিধ্বস্ত। ১৯৬৮ সাল থেকে তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তিনি এত ভালো মানুষ ছিলেন যে রাগ করেও কাউকে কিছু বলেছেন, এমনটা কখনোই দেখিনি। এত বড় একজন শিল্পী, কিন্তু তাঁর মধ্যে কোনো অহমিকা ছিল না। তিনি আজ চলে গেলেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’


নৃত্যশিল্পী ও সাদি মহম্মদের পারিবারিক বন্ধু শামীম আরা নীপা বলেন, ‘ওনার মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। এভাবেই চলছিল। বুধবার রোজা রাখলেন। ইফতারও করলেন। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমালেন।’


গতকাল সাদি মহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তাঁর ভক্ত, সহশিল্পী, কাছের মানুষেরা। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘ক্ষমা করে দিয়ো সাদি ভাই...তোমার কাছে চিরঋণী হয়ে থাকব আমরা। শান্তিতে মায়ের কোলে ঘুমাও।’ প্রায় সবারই একই মন্তব্য, অভিমান নিয়ে চলে যাওয়া মানুষটার মর্যাদা দেওয়া হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর