বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

“হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল”

মানবিক ত্রাণ কার্যক্রমে পঙ্গুদের অন্তর্ভুক্ত করতে হবে

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ জুন ২০২৩, ১৫:১৮

প্রাকৃতিক বিপর্যয় কিংবা মনুষ্য-সৃষ্ট প্রাকৃতিক বা পরিবেশগত বিপর্যয়ে স্থায়ী এবং কার্যকর সমাধানে মানবিক ত্রাণ কার্যক্রমে অবশ্যই পঙ্গুদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই লক্ষ্যে সরকারকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বাস্তবসম্মত পন্থায় আন্ত:সংস্থা স্থায়ী কমিটি জাতিসংঘের (আইএসএসসি)- এর নীতিমালা বাস্তবায়নের তাগিদ ব্যক্ত করেছে ১৯ জুন, ২০২৩ ঢাকার একটি হোটেলে আয়োজিত ত্রান কার্যক্রমে পঙ্গু জনগোষ্ঠীর অন্তর্ভুক্তকরণ শীর্ষক জাতীয় সেমিনারে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজিত এই সেমিনারে উপস্থাপিত মূল নিবন্ধে পঙ্গু জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে “আবশ্যিক করণীয়” বিষয়গুলির বিষদ ব্যাখ্যা এবং পটভুমি তুলে ধরা হয়। বন্যা পরিস্থিতি ও সাইক্লোন বিপর্যয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ কার্য পরিচালনা এই তিনটি পরিস্থিতিতে সংস্থা দুইটি সম্যক ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে এই উপস্থাপন তুলে ধরা হয়।

অভিজ্ঞতা এবং বাস্তব উপলদ্ধির আলোকে এই সেমিনারে বাংলাদেশ সরকার এবং মানবিক ত্রাণ-পুনর্বাসন ক্ষেত্রে কর্মরত সংস্থাসমূহ এবং দাতাবর্গের প্রতি আহ্বান জানানো হয়। সেমিনারে বলা হয়, যে কোন মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের অন্যতম মূল নির্দেশিকা হিসাবে জাতিসংঘের আইএএসসি- গাইডলাইনকে অনুসরণ করা উচিত, যাতে উপকারভোগী এবং ত্রাণ পরিচালনাকারীদের মধ্যকার ক্ষমতার বৈষম্য দুর করে উপদ্রুত এলাকার পঙ্গু জনগোষ্ঠীকে ত্রাণ কার্য পরিচালনার সিদ্ধান্ত গ্রহণে কার্যকরভাবে সম্পৃক্ত করা যায়। কার্যক্রম শুরু করার আগেই পঙ্গু জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে গোটা পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, নিরূপন, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন বিবেচনায় রেখে তাদের অংশগ্রহণকে অর্থপূর্ণ করা সম্ভব হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক মো: মিজানুর রহমান সকল স্টেকহোল্ডারদেরকে সরকার-নির্মিত বিপর্যয় আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করে স্থাপনাগুলোকে পঙ্গু-জনগোষ্ঠীর আরো সহজলভ্য ও নাগালের মধ্যে আনার জন্য উপদেশ ও সুপারিশ কামনা করেন। সেমিনারে প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন সিডিডি’ এর নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান, জাতিসংঘের ইউএনএইচসিআর’ এর প্রোটেকশন অফিসার জোহানা রাইনা পিকালুয়া, অক্সফ্যাম-বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আশিষ ডিমলে এবং নরওয়ে রিফিউজি কাউন্সিল এর কান্ট্রি ডিরেক্টের ওয়েনডি ম্যাক-ক্যান্সি। তাঁরা মূল-নিবন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারের আয়োজক সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টান্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রাজেশ চন্দ্র এবং ব্যুরো অব পপুলেশন রিফিউজি এ্যান্ড মাইগ্রেশন এর রিজিওনাল কো-অর্ডিনেটর ম্যাকেঞ্জি রোয়িও সেমিনারে বক্তব্য রাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর