বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

‘বিব্রত’ ম্যাক্সওয়েলকে ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ কামিন্সের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৫:২০

গ্লেন ম্যাক্সওয়েল বিব্রত। সর্বশেষ পানশালা–কাণ্ডের জন্যই বিব্রত অস্ট্রেলিয়ার বিস্ফোরক এই ব্যাটসম্যান। কয়েক দিন আগে অ্যাডিলেডের এক পানশালায় অসুস্থ হয়ে পড়েন ম্যাক্সওয়েল। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন অবশ্য সুস্থ আছেন বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মহাকাব্যিক এক ইনিংস খেলা এই ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিকিৎসক দল আজ মঙ্গলবার ওই দুর্ঘটনা নিয়ে কথা বলেছে ম্যাক্সওয়েলের সঙ্গে। পানশালার ঘটনায় ম্যাক্সওয়েলের কনকাশন হয়েছিল কি না, সেটি বুঝতেই ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করেন তাঁরা।


এরপর ম্যাক্সওয়েলের ম্যানেজার বেন টিপেট সিডনি মর্নিং হেরাল্ডকে ম্যাক্সওয়েলের সর্বশেষ অবস্থা জানান। সেখানেই তিনি ম্যাক্সওয়েলের বিব্রত হওয়ার কথা বলেন, ‘পুরো ঘটনার জন্য গ্লেন (ম্যাক্সওয়েল) একটু বিব্রত। শনিবারের ঘটনা নিয়ে সে একটু বিরক্ত আর দুঃখিতও। তবে সে মেলবোর্নে ফিরেছে এবং গতকালই অনুশীলন শুরু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে নিয়ে কোনো তদন্ত করছে না।’

এক পায়ে ভর দিয়ে অপরাজিত ২০১! বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বকালের অন্যতম সেরা ইনিংস উপহার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েল  ২২ জানুয়ারি সোমবার অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেইলির সঙ্গেও ওই ঘটনা নিয়ে কথা বলেছেন। বেইলি ও অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ম্যাক্সওয়েলের অসুস্থতার খবর ওই দিনই পেয়েছিলেন। সোমবারই বিশ্রাম কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করার কথা ছিল ম্যাক্সির।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও আজ ম্যাক্সওয়েলকে নিয়ে কথা বলেছেন। কামিন্স মনে করেন, ম্যাক্সওয়েলের উচিত নিজের আচরণ নিয়ে ভাবা। গত ১৮ মাসে তিনটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েই সতীর্থকে এই পরামর্শ দিলেন কামিন্স।


অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েলের গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের ঘটনায় কনকাশন হয়। গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সে সময়। এর আগে ২০২২ সালের শেষ দিকে এক বন্ধুর জন্মদিনে দৌড়ানোর সময় পা ভেঙে ফেলেন। সে সময়ে তাঁকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল।


কী করবে না করবে, সেটি একান্তই “ম্যাক্সির” ব্যাপার। তবে আমরা সবাই প্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্ক হিসেবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন আর কী করবেন না।
প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার অধিনায়ক
এরপর অ্যাডিলেডের এই ঘটনা। ঘটনাস্থলে গান গাচ্ছিল অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লির দল সিক্স অ্যান্ড আউট। সেখানেই একপর্যায়ে মঞ্চের পেছনে গিয়ে বন্ধুদের সঙ্গে অ্যালকোহল পান করেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় তারকা জ্ঞান হারান সেখানেই। কী কারণে, সেটি অবশ্য এখনো জানা যায়নি। বন্ধুরা জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই অ্যাম্বুলেন্স ডাকেন। হাসপাতালে যাওয়ার পথে জ্ঞান ফেরে তাঁর।

এসব ঘটনার কথা মনে করিয়ে দিয়ে কামিন্সকে ম্যাক্সওয়েলের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অস্ট্রেলিয়া অধিনায়ক ব্যক্তিগত বিচার-বিবেচনার কথা বলেন, ‘কী করবে না করবে, সেটি একান্তই “ম্যাক্সির” ব্যাপার। তবে আমরা সবাই প্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্ক হিসেবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন আর কী করবেন না। আর এই ঘটনার কথা বলি, সে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিল না। ব্যক্তিগত অনুষ্ঠান ছিল সেটি। এটা একটু অন্য রকম, তবে যাহোক, আপনি যা–ই করুন না কেন, দায়িত্বটা একান্তই আপনার আর সেই ঘটনা নিয়ে আপনাকে নির্ভার থাকতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর