বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

পুরোদস্তুর লেখিকা হতে চান এমিলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:৫৭

মূলত সুপার মডেল, তবে অভিনয়ও করেছেন এমিলি রাতাকাউস্কি। ২০২২ সালে মাই বডি শিরোনামে বই প্রকাশের পর থেকে লেখালেখি নিয়ে তাঁর আগ্রহের কথা শোনা গেছে। অনলাইন গণমাধ্যম গ্লামার ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার এমিলি খোলাখুলিই জানালেন, তিনি লেখালেখিতে নিয়মিত হতে চান।


এবার দুজনই সিরিয়াস
এমিলি জানান, চিত্রনাট্য ও বই লিখতে চান। তিনি বলেন, ‘গত বছর আমি পডকাস্ট নিয়ে ব্যস্ত ছিলাম। এটা ছিল আমার জন্য দারুণ ব্যাপার। কারণ, আমি লিখতে খুব পছন্দ করি, কনটেন্ট বানাতেও।

ডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাওস্কি
কিন্তু কর্মজীবী সিঙ্গেল মা হিসেবে মডেলিং করে সপ্তাহে তিনটি করে পর্ব তৈরি করা খুবই কঠিন।’


এমিলি জানান, তিনি এখন নতুন বই লেখা নিয়ে ব্যস্ত। তবে বইটি কী নিয়ে, তা জানাতে চাননি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সিনেমার চিত্রনাট্য লিখতে চাই, এ ছাড়া উপন্যাসের ব্যাপারেও আগ্রহ আছে।’ লেখালেখি শুরু করার পর অনেকেই প্রশ্ন করেছেন, ভবিষ্যতে আর তাঁকে মডেল হিসেবে দেখা যাবে কি না?


সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তাঁকে অনেক প্রশ্ন শুনতে হয়েছে। নতুন এই সাক্ষাৎকারে এ বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করে দেন এমিলি। তিনি বলেন, ‘বইটি প্রকাশের পর থেকেই মডেলিং ছাড়ছি কি না, এমন প্রশ্ন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সবাইকে বলতে চাই, মডেলিং ছাড়ার প্রশ্নই আসে না।’

মডেলিং ও অভিনয়ে আগে থেকেই জড়িত, সঙ্গে এবার যুক্ত হলো লেখক পরিচয়ও। এমিলি জানান, তিনি জেন ফন্ডাকে আদর্শ মানেন। যিনি নিজের বহুমুখী প্রতিভা দিয়ে আলো ছড়িয়েছেন। জেন ফন্ডাকে নিয়ে এমিলি বলেন, ‘তিনি একই সঙ্গে সিনেমার তারকা, অধিকারকর্মী, রাজনৈতিক বক্তা। সেই সত্তর ও আশির দশক থেকে তিনি সব ক্ষেত্রে আলো ছড়িয়ে আসছেন।’

এমিলি অবশ্য পর্দায় অনেক দিন ধরেই অনিয়মিত। সর্বশেষ ২০১৯ সালে ম্যাট অ্যাসেলটন পরিচালিত ‘লাইং অ্যান্ড স্টিলিং’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর