বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

টাঙ্গাইলে নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় জড়িত দুজন ঢাকায় গ্রেপ্তার: র‍্যাব

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন—ফারুক হোসেন ও কামরুল। র‍্যাব বলছে, এই দুজনকে ২৫ ডিসেম্বর সোমবার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর  রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হন। তাঁদের প্রথমে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

গুলির ঘটনায় ২৫ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। মামলার বাদী গুলিতে আহত রোকনুজ্জামানের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি ২০ থেকে ২৫ জন। আসামিরা সবাই আসনটির স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের সমর্থক।

গুলির ঘটনার পর আবদুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালু নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এখন র‍্যাবের পক্ষ থেকে অপর দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হলো। এ-সংক্রান্ত তথ্য জানাতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার দুজন এই ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

পূর্ববিরোধ, অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানান খন্দকার আল মঈন।


মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন অবশ্য বলেন, ঘটনার দিন রাতে নির্বাচনী প্রচার শেষে রোকনুজ্জামান, এমদাদুল, সিয়ামসহ কয়েকজন বাড়ি ফিরছিলেন। পথে ফারুক ও কামরুলের নেতৃত্বে কয়েকজন তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। তাঁরা দেশি অস্ত্র দিয়েও ভুক্তভোগী ব্যক্তিদের আঘাত করেন। ভুক্তভোগী ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘটনার পর ফারুক ও কামরুল পালিয়ে রাজধানীর উত্তরায় এসে আত্মগোপন করেন।

র‍্যাবের ভাষ্য, ফারুক আগে অস্ত্রসংক্রান্ত মামলায় ও কামরুল নারী নির্যাতনসংক্রান্ত মামলায় কারাভোগ করেছেন বলে জানা যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর