বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

মণিপুরের ঐতিহ্যে বিয়ে

প্রকাশ্যে রণদীপের বিয়ের ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৩, ১৩:৩৮

মণিপুরের মডেল লিন লায়শ্রমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুদা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের ছবি শেয়ার করেছেন রণদীপ।

২৯ নভেম্বর মণিপুরের মডেল লিন লায়শ্রমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পৌরাণিক থিমের এই বিয়ে হলো সাবেকি রীতি মেনেই।


‘আজ থেকে, আমরা এক হলাম। জাস্ট ম্যারেড’ ক্যাপশনে ছবি শেয়ার করে নেন রণদীপ।বিয়েতে রণদীপ ও লিন দুজনই পরেছিলেন মণিপুরি পোশাক। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া ও চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক কাটা। কোনো ডিজাইনের লেহেঙ্গা নয়, মণিপুরের আঞ্চলিক পোশাকেই হলো বিয়ে।
বিয়েতে রণদীপ ও লিন দুজনই পরেছিলেন মণিপুরি পোশাক। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া ও চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক কাটা। কোনো ডিজাইনের লেহেঙ্গা নয়, মণিপুরের আঞ্চলিক পোশাকেই হলো বিয়ে।

বলিউডের কোনো বন্ধুবান্ধব বা তারকা শিল্পী নন, একেবারে দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছেন রণদীপ-লিন। কয়েক দিন ধরে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মণিপুরেই রয়েছেন এই অভিনেতা।

লিনের শহরে পৌঁছে প্রথমেই মন্দির দর্শন করেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জানান, মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান।

রণদীপ বলেন, ‘আমার মনে হয়, কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমিও উদ্‌গ্রীব মেইতেই মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনো ভুল না হয়, সে ব্যাপারে সতর্ক থাকব।’

লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’

শনিবার (২৫ নভেম্বর)সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন রণদীপ ও লিন। তাঁরা জানান, বুধবারই (২৯ নভেম্বর)সেই শুভ দিন। যৌথ পোস্টে তাঁরা লেখেন, ‘মহাভারত থেকে একটি পৃষ্ঠা নিয়ে এলাম, যেখানে অর্জুন মণিপুরি যোদ্ধা রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন। আমি এবং লিন পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি। ইম্ফল, মণিপুরে ২৯ নভেম্বর হবে আমাদের বিয়ে। আর তারপর রিসেপশন হবে মুম্বাইতে। জীবনের নতুন এই সফর শুরুর মুহূর্তে আপনাদের থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ চাই।’
গত শনিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন রণদীপ ও লিন। তাঁরা জানান, বুধবারই সেই শুভ দিন। যৌথ পোস্টে তাঁরা লেখেন, ‘মহাভারত থেকে একটি পৃষ্ঠা নিয়ে এলাম, যেখানে অর্জুন মণিপুরি যোদ্ধা রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন। আমি এবং লিন পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি। ইম্ফল, মণিপুরে ২৯ নভেম্বর হবে আমাদের বিয়ে। আর তারপর রিসেপশন হবে মুম্বাইতে। জীবনের নতুন এই সফর শুরুর মুহূর্তে আপনাদের থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

লিন লায়শ্রম শুধু মডেল নন, অভিনয়ও করছেন দীর্ঘদিন। তাঁকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে। যে ছবি দিয়ে ওটিটিতে কারিনা কাপুর খানের যাত্রা হয়। লিনের চরিত্রের নাম ছিল প্রেমা।

তবে লিন বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ‘ওম শান্তি ওম’ দিয়ে। ‘মেরি কমে’ তাঁকে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও।

লিনের নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও রয়েছে।


২০০১ সালে মুনসুন ওয়েডিং দিয়ে অভিনয় করে আলোচনায় আসেন রণদীপ হুদা। সাম্প্রতিক কাজ ‘সার্জেন্ট’, যা মুক্তি পায় জিও সিনেমাতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর