বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

গোপালগঞ্জে গ্রাম পুলিশের পোশাক থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করলেন ডিসি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৩, ১৮:৫১

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোশাক ও সরঞ্জামাদি কেনার জন্য বরাদ্দ করা অর্থ থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সরকারের বরাদ্দ করা এক কোটি ২০ লাখ টাকার বিপরীতে মাত্র ৭৮ লাখ টাকায় এসব পোশাক ও সরঞ্জামা কিনতে পেরেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।


জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৭০ জন গ্রাম পুলিশের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ কিনতে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর ভিত্তিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদের সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেওয়া হয়। এতে মোট ব্যয় হয় ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব পোশাক গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

গোপালগঞ্জের পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম ইমাম রাজী টুলুসহ অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর