বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের তৈরি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা কাজে কতটা সক্ষম
  • প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’
  • ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ
  • বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
  • সরকার কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না
  • সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত
  • পাকিস্তানি অভিনেত্রীকে দেখতে ভিপিএন কিনছে ভারতীয়রা
  • আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
  • গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
  • বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

কালিয়াকৈরে সপ্তশতী ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ কার্যক্রম

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩, ১৪:৪৭

সপ্তশতী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হিসেবে ২০২১ সালের জুন মাসে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলি ইউনিয়নের ভৃঙ্গরাজ গ্রামে আত্মপ্রকাশ করে।

ফাউন্ডেশনের সূচনালগ্ন থেকে করনাকালীন সময়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, সাপ্তাহিক বিদ্যামন্দির কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপণ কার্যক্রম, রক্তদান কর্মসূচিসহ অন্যান্য সামাজিক সেবামূলক কাজে বর্তমানে ফাউন্ডেশনের ৩৬ জন স্বেচ্ছাসেবী নিরলস ভাবে সেচ্ছাশ্রম দিচ্ছে। এছাড়াও সূচনা লগ্ন থেকেই প্রতি বছর দূর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে দূর্গাপূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচি চলমান আছে।

 

চলতি বছর দূর্গা পূজা উপলক্ষে ফাউন্ডেশনটি ১০০ জন মানুষের মাঝে শাড়ি কাপড় এবং লুঙ্গি বিতরণ করেছে। উপজেলার কালামপুর, নয়ানগর, ভুঙ্গাবাড়ী, বলিয়াদি (আটাবহ ও চুনাতিপাড়া), সাদল্লাপুর, ঋষিপাড়া, বড়দল এলাকায় মহাষষ্ঠী পূজার দিন (২০ অক্টোবর ২০২৩, শুক্রবার) বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা হয় করা হয়।এই ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিঠুন পালের সঞ্চালনায় এই বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল, সহ-সভাপতি- অনুপ পাল,যুগ্ম সাধারণ সম্পাদক-অনিক পাল, সাংগঠনিক সম্পাদক সুমু কুন্ডু, দপ্তর সম্পাদক দিয়া পাল সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।


শুভেচ্ছা বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল বলেন, "আমরা প্রথম বৎসর ৪০ জনের মাধ্যমে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম, এ বছর আমরা এটা ১০০ জন উন্নিত করেছি। যদি ফাউন্ডেশনের সবার সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে আমরা এই মহতী কার্যক্রম আরো বড় করতে পারব এবং প্রতি বছর চালিয়ে যেতে পারবো।আজকের এই অনুষ্ঠান ফাউন্ডেশনের সকল সদস্যদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং ফাউন্ডেশনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর